ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবীরা মানুষকে সংক্রমণ করতে পারে। তবে সবাই যে সংক্রমিত হবে তা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে কে কোন রোগে আক্রান্ত হবেন। শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা যেকোনো অসুখবিসুখে সংক্রমণ থেকে মানুষকে রক্ষার চেষ্টা করে। শরীরের ত্বক এবং বিভিন্ন অঙ্গের মিউকাস আবরণী প্রথম সারির রোগ প্রতিরোধক, কারণ বেশির ভাগ জীবাণু এই আবরণী ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে না। যদি কোনোভাবে জীবাণু চামড়া ও মিউকাস ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন তাকে দ্বিতীয় সারির বা দ্বিতীয় পর্যায়ের রোগ...

